গল্প : এডমিনের সাথে প্রেম Part : 5
গল্প : এডমিনের সাথে প্রেম
Part : 5
লেখক : মো. তামিম
--- তুমি কি কিছুই বোঝনা ।।
--- মিম তোমার কিছু হয়েছে ।। আর কেনো এমন কথা বলছো তুমি ।।
--- আমার কিছুই হয়নি ।। আমি তোমাকে ভালোবাসি আর এটাই বলতে চাইছি ।।
--- মিম তুমি এসব কি আবল তাবল বকছো ??
--- প্রতিটা দিন প্রতিটা মিনিট শুধু তোমার কথা ভেবেছি ।। মাথাই তুমি ছাড়া কিছুই আসেনা ।। ভাবতে ভাবতে কখন যে আমি তোমাই ভালেবেসেফেলেছি নিজেও বুঝতে পারিনি ।। প্লিজ আমায় ফিরিয়ে দিওনা ।। আমি দম বন্ধ হয়ে মরে যাবো ।। (কেদে কেদে)
--- মিম আমার এখন কিছুই ভালো লাগছে নাহ আমি তোমার সাথে পরে কথা বলবো ।।
একথা বলতেই তামিম অফলাইন হয়ে যাই ।। আর এদিকে মিম কাদতে কাদতে শেষ ।। তাহলেকি তামিম আমাকে ফিরিয়ে দেবে ।। ওকে ছাড়া আমি বাচবো কিভাবে ।। এই কয়েকটা দিনে তাকে যে আমার কলিজায় স্থান দিয়ে দিয়েছি ।। তাকে ছাড়া একমুহুর্তও কল্পনা করতে পারছি না কেনো ?? আর এদিকে তামিমও ভাবতে থাকে আমিও যে মিম ছাড়া একমিনিটও কল্পনা করতে পারছিনা ।। কি এমন মায়া আছে ওর মধ্যে ।। তবে কি আমি মিম কে গ্রহণ না করে তাকে কোন শাস্তি দিচ্ছি ।। হ্যা ঠিক তাকে আমি অনেক কষ্ঠ দিচ্ছি ।। তাই তামিম সিদ্ধান্ত নিলো মিম কে আপন করে তার হৃদয়ে স্থান দিবে ।। এরপর তামিম মোবাইল রেখে দিয়ে ঘুমিয়ে পড়লো ।। বিকালে ঘুম থেকে উঠে আবার ফেসবুকে লগইন করে ।। তখনো দেখতে পাই মিম অনলাইনে ।।
--- মিম তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো ??
--- যদি আমার বুকের ভেতরটা তোমাকে দেখাইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম ।। এই বুকে সব জায়গাই শুধু তুমি আর তুমি ।।
--- কিন্তু আমি যে অন্য দশটা ছেলের মতো সবসময় তোমাকে ভালো কোন রেস্টুরেন্টএ নিয়ে দামি খাবার খাওয়াইতে পারবো না ।।
--- লাগবে না ।। শুধু ১০ টাকার বাদাম খাওয়ালেই হবে ।।
--- অন্য দশটা বয়ফ্রেন্ডের মধ্যে পার্কে ঘুরতে নিয়ে যেতে পারবো না ।।
--- সেটাও লাগবে না ।।
--- সবার মতো দামি দামি জিনিস কিনে দিতে পারবো না ।।
--- আমার সেসব কিছুই লাগবে না ।।
--- কেনো ।। আজ কাল এসব ছাড়াতো প্রেম ভালোবাসা হয় না ।।
--- কে বলেছে হয়না ?? যে ভালোবাসা পবিত্র,, যে ভালোবাসা সয়ং আল্লাহর দরবারে কবুল হয় সেই ভালোবাসাতে এসব কিছুই থাকে না ।। যে ভালো বাসার মধ্যে একটু কষ্ঠ একটু হাসি থাকে সেই ভালোবাসারই সব সময় মিল হয় ।। আমাকে তোমার কিছু দিতে হবে না শুধু একটু ভালোবাসা দিলেই হবে ।।
--- ওকে পাগলী ।। ভালোবাসি তোমাকে অনেক অনেক বেশি ।।
--- আমিও অনেক ভালোবাসিরে পাগলা ।।
--- কখনো ছেড়ে যাবে না তো ।।
--- কখনো ছেড়ে যাবো না পাগল ।।
এইভাবে চলতে থাকে তামিম মিমের লুতুপুতু প্রেম কাহিনি ।। যত দিন যাই ততই একজন আরেজনের প্রতি আরো গভীর ভাবে দূর্ভল হয়ে পড়ছে ।। এইভাবে কেটে যাই প্রাই ৩ মাস ।। এর মধ্যেই তারা দুজন সামনা সামনি অনেকবার দেখা ও করে ।। কিন্তু তামিম লক্ষ্য করলো মিম আগের মতো তাকে আর সময় দেয় না ।। ভালো করে কথা বলে না অবহেলার পর অবহেলা করেই যাচ্ছে ।। এই নিয়ে তামিম ভীষন চিন্তিত ।।
--- মিম তুমি এখন আমাকে আর আগের মতো টাইম দাওনা কেনো ?? আগের মতো কথা বলো না কেনো ??
--- শুনো তামিম তুমি ছাড়া আমার ও নিজের একটা পার্সোনাল লাইফ আছে ।। সব সময় যদি তোমাকে নিয়ে পরে থাকতে পারবো না ।।
--- মানে কি বলছো এসব ?? মিম আমি তোমাকে ভালোবাসি ।।
--- ভালোবাসো ।। ভালোবাসো বলেই তো তুমি আমাকে কিনে নাও নি তাই না ।।
--- কিসব আবোল তাবোল বকছো এসব তুমি ??
--- আমার কথা তোমার কাছে আবোলা তাবোল মনে হচ্ছে ??
--- তাহলে তুমি আমার সাথে এমন করছো কেনো ??
--- শুনো সোজা কথা তুমি আমাকে আজ থেকে আর ফোন দিবেনা ।।
--- কিহ ?? কি বলতে চাইছো তুমি ??
--- যেটা বললাম সেটা ভালো করেই শুনেছ ।।
এই কথা বলেই মিম অফলাইন হয়ে গেল ।। আর এই দিকে তামিমের মাথাই আকাশ ভেঙ্গে পড়ে ।। আমি তো তোমার কাছে নিজে থেকে আসিনি তুমিই এসেছিলে আমার জীবনে ।। তোমায় নিয়ে কত সপ্ন দেখেছিলাম ।। কেনো আমার সাথে এমন করলে ।। যে মেয়ে আমার সাথে একমিনিট কথা না বলে থাকতে পারতে না সেই কিনা আজ ফোন না দেওয়ার কথা বলেছে ।। তামিম এসব কিছুতেই বিশ্বাস করতে পারছে না ।। কি হলো হঠাৎ তার সাথে ।। এইভাবে তিন থেকে চার দিন পার হয়ে যাই কেও কারও সাথে যোগাযোগ নাই ।। হঠাৎ একদিন,,,
--- এই হারামি, বান্দর, কালো বিল্লি, চামচিকে, কালো ইন্দুর ।। কথা না বলে এতোদিন কাটিয়ে দিলি ।।
--- কথা বলার মানুষটা যদি অবহেলার পর অবহেলা করে বলে তার সাথে যোগাগোগ না রাখতে তাহলে কেনো কথা বলবো ??
--- আমি তোমায় ছাড়া বাচবো নারে পাগল ।। I am really sorry..
--- বেচে তো আছেন এতোদিন ??
--- সত্যি আমি তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে ।। আর কখনো এমন করবো না ।। I love u tamim… really really love you… pls accept me…
--- আরেহ পাগলী মেয়ে ।। তোমায় ছাড়া কি আমিও এতোদিন ভালো ছিলাম নাকি ।। বিশ্বাস করো এক একটা দিন কেটেচে এক একটা বছরে মতো ।।
--- মিথ্যা বলছো কেনো ।। যদি একটা একটা দিন এক একটা বছরের মতো যেতো তাহলে এতোদিন কেমনে ছিলে ।।
--- খুব কষ্ঠে কেটেছি ।।
--- আর কখনো তোমায় কষ্ঠ দিবো না ।। এখন থেকে আমার সম্পুর্ণ ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ঠ দূর করে দিবো ।।
--- I Love U Mim… Really Love U…
এইভাবে চলতে থাকে আবার তাদের দিন ।। এখন মিম তামিম কে আগের চেয়ে আরো বেশি টাইম দেয় ।। রাতে একে অপরের সাথে ফোনে কথা বলা ছাড়া ঘুমাইতো না ।। ইদানিং তামিমের ও একটা বদ অভ্যাস হয়ে গেছে ।। সকালে মিমের Good morning মেসেজ না ফেলে ঘুম থেকে উঠতো না ।। রাতে Good Night মেসেজ ছাড়া ঘুমাইতো না ।। এই ভাবে কেটে যাই আরো কয়েকটা মাস ।। এর মধ্যেই শুরু হয় আবার তাদের দুজনের মধ্যে ঝামেলা ।।
---- তামিম শুনো………………………...
To be continue ……………………………
জানিনা গল্পটা কেমন হচ্ছে সব কিছুই কেমন জানি মনের বিরুদ্ধে চলছে ।। কিছুতেই গল্প লিখাতে মন দিতে পারছি না ।। আগের মতো সুন্দর গল্প লিখতে পারছি না ।। । ভালো থাকবেন সবাই ধন্যবাদ ।।

Comments
Post a Comment