গল্প : এডমিনের সাথে প্রেম Part : 3
গল্প : এডমিনের সাথে প্রেম
Part : 3
লেখক : মো. তামিম
--- মানে বুঝলামনা ।।
--- আরে গাদা তোমার নাম তামিম আর অমার নাম মিম মানে দুজনের নামেই মিম শব্দ টা আছে বুঝলে ।।
--- ওহহ আচ্ছা ।। তুমি তো দেখছি খুব বুদ্ধি মান ।। আচ্ছা আজ রাখি পরে কথা হবে ।।
--- ওকে বাই ।।
--- বাই
বাই বলেই তামিম অফলাইন হয়ে গেল ।। তারপর দিলো একঘুম বিকালে ঘুম থেকে উঠে বাইরে যাই তার বন্ধুদের সাথে আ্ড্ডা দিতে ।। আড্ডা দিযে সন্ধাই বাসায় ফিরে আসে ।। যথারীতি সন্ধার নাস্তা শেষ করে আবার পড়তে বসে ।। রাত তখন 9 টা বাজে তামিম তার কলেজের পড়া শেষ করে একটু মোবাইল হাতে নিয়ে ফেবুতে লগইন করে ।। লগইন করেই দেখতে পাই প্রতিদিনের মতো অনেকগুলো মেসেজে ভরা ।। একএক করে সকল মেসেজ সিন করে ।। গ্রুপে গিয়ে কিছুক্ষণ সবার সাথে কথা বলে পাবলিক গ্রুপ গুলোতে যাই গ্রুপের কি অবস্থা দেখতে ।। দেখতে পাই অনেকগুলো পোস্ট পেন্ডিং পড়ে আছে ।। এতোগুলো পেন্ডিং পোস্ট দেখে তার অনেক রাগ উঠে যাই ।।
--- সবার কি হলো এতোগুলো পোস্ট এপ্রুভাল পড়ে আছে অথচ কারও কোন খবরই নেই ।।
--- দুঃখিত ভাইয়া আসলে কথার ছলে মনে ছিলেনা (একজন মডারেটর)
--- আপনাদের বলেছি এখানে আড্ডা দিবেন কিন্তু আড্ডার ফাকে ফাকে গ্রুপ গুলো দেখলি ক্ষতি কি ?? আজ থেকে কাওকে কাজ করতে হবে না ।। সবাইকে এখন রিমুভ করা হবে ।।
--- থাম তামিম থাম ।। রাগের মাথাই এমন করিস না ।। (এডমিন)
--- কি থামবো বল ।। এই ভাবে এতোগুলো পোস্ট পেন্ডিংয়ে পড়ে থাকলে কি গ্রুপ চালানো যাবে ।। শোন সব মডারেটরদের রিমোভ করবো কাল থেকে নতুন মডারেটর নিবো ।।
--- ওকে যা ভালো মনে করিস কর ।। তবে আগের পুরাতন কাওকে রিমোভ করবিনা ।।
এইভাবে চলতে থাকলো গ্রুপের কার্যক্রম ।। হঠাৎ করেই মেসেন্জারে দেখি ঠুং ঠাং শব্দ হইতাছে ।। ওপেন করেই দেখি মিমের মেসেজ ।।
--- কি এডমিন সাহেব তোমার তো দেখছি খুব রাগ ।।
--- হু আমি আমি খুব রাগি ।।
--- তো খেয়েছো ?? নাকি না খেয়েই এসব পাগলামি করছো ??
--- না খাইনি ।। তুমি খেয়েছো ??
--- খাওনি মানে ?? এখন বাজে রাত ১০.৩০ ।। যাও এখনি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে আবার অনলাইনে আসবে ।।
--- কিন্তু আমি……(আর বলতে দিলো না)
--- কোন কিন্তু নয় ।। এখন যাও গিয়ে খেয়ে নাও ।।
--- ওকে ঠিক আছে ।।
--- হুম গুড বয় ।।
এরপর তামিম মিমের কথামতো গিয়ে খেয়ে নিলো ।। খাওয়া দাওয়া শেষে আবার অনলাইনে আসলো ।।
--- হুম এবার বলো কি খবর তোমার??
--- হুম ভালো ।। তোমার কি খবর ।।
--- আর বলোনা কাল একটা রোবটিক্স কনফারেন্স আছে সকাল সকাল ওখানে যেতে হবে ।।
--- রোবটিক্স কনফারেন্স ?? সত্যি করে বলো সাথে কয়জন মেয়ে যাচ্ছে ??
--- আরেহ নাহ কোন মেয়েই নাই ।।
--- ওকে ঠিক আছে ।। যদি জানতে পারি কোন মেয়ে সাথে আছে তাহলে মেরে এক্কেবারে সবগুলো দাত ফেলে দিবো ।।
--- এখন রাখি হ্যা কাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ।।
--- আচ্ছা বাই ।। গুড নাইট ।।
সেদিনের মতো তামিম অফলাইন হয়ে ঘুমানোর প্রস্ততি নিলো ।। কিন্তু কিছুতেই তার ঘুম আসছেনা ।। শুধূ একটা কথা তার মাথাই ঘুরপাক খাচ্ছে ।। কেনো মিম অন্য মেয়ের কথা বলল ।। কেনোই বা অ্ন্য মেযের সাথে আমাকে সহ্য করতে পারলো না ।। দূর কিছুই মিলাইতে পারছিনা ।। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে চলে গেছে সে নিজেও জানেনা ।। পরদিন সকালে মুয়াজ্জিনের আযানের সুললিত কণ্ঠে তামিমের ঘুম ভেঙে যাই ।। তাই সে উঠে চলে গেলো মসজিদ পানে নামাজের উদ্দেশ্যে ।। নামাজ শেষ করে প্রতিদিনের মতো হাটাহাটি করতে চলে গেলো কিছুক্ষণ হাটাহাটি করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে চলে গেলো ।। কলেজে যাওয়ার পর শিক্ষকের কথা শুনে সে হতভাগ,,,
--- শুনো তামিম আমাদের কলেজ থেকে যারা যারা যাবে সবার দায়িত্ব তোমাকে দিলাম ।। সাবধানে সবাইকে নিয়ে কনফারেন্স এ হাজির হবে ।।
--- কিন্তু স্যার আমাকে দিয়ে কি সব সম্বভ হবে হবে ??
--- হ্যা তুমিই পারবো ।। এই নাও সবার লিস্ট ।। যারা যারা কনফারেন্স এ যাবে তাদের সবার নাম এইখানে আছে ।। সবাই আসলে নাম দেখে ওদের কে নিয়ে তুমি বেড়িয়ে পড়বে ।।
--- আচ্ছা ঠিক আছে স্যার ।।
এই কি লিস্ট টা দেখে তামিমের মাথা ঘুরতে শুরু করলো ।। কারণ তার ক্লাসের কয়েকজন বন্ধু ছাড়া অন্য সব মেয়ে ।। কিন্তু কি আর করবে কপালে যা থাকবে তাই হবে ।। তামিম এসব নিয়ে আর ভাবাভাবি না করে লিস্টের সকলকে নিয়ে বেড়িয়ে পড়ে ।। যথারিতি কনফারেন্সএ যোগদান করে ।। কনফারেন্স এর সব কার্যক্রম শেষ করে বাসায় ফিরবে এমন সময় একটা মেয়ে,,
--- এই যে একটু দাড়াবেন ।।
--- আপনার পারপরমেন্স কিন্তু অনেক ভালো হয়েছে ।।
--- ধন্যবাদ ।।
--- শুধু ধন্যবাদ দিয়ে শেষ করে দিলেন ।। আসুন আমরা কোথাও বসে কথা বলি ।।
---আমায় ক্ষমা করবেন আমার সেই সময় নেই ।। এখন আসি ।।
--- আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু আপনার কোন কন্টাক্ট নাম্বার তো দিয়ে যাবেন নাকি ।।
--- দুঃখিত আমি কোন মেয়েকে আমার পার্সোনাল কন্টাক্ট নাম্বার দিই না ।।
--- আচ্ছা এটাও বাদ আমরা কি বন্ধু হতে পারিনা ।। নাকি এখানেও আপনার সমস্যা আছে ??
--- আপনার সাথে পরে আরেকসময় কথা বলবো এখন আসি ।।
এই বলেই তামিম তাড়াতাড়ি ঐ জায়গা থেকে কেটে পড়ে ।। ভাগ তামিম ভাগ না হলে তোর কপালে অনেক বড় দুঃখ আছে ।। আর এ দিকে মেয়েটি পালিয়ে যাবে কোথাই বাচাধন ।। যেকোন ভাবে তোমাকে খুজে বের করবই ।। আর এই দিকে তামিম হাপাতে হাপতে বাসায় এসে পৌছাই ।।
--- কিরে বাবা এই ভাবে দোড়াইছিস কেনো ?? কিছু হয়েছে তোর ??
--- না আম্মু কিছু হয়নি ??
এটা বলে তামিম তার নিজের রুমে চলে গেলো ।। গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে সবার সাথে নিচে খেতে যাই ।।
--- বাবা আজ তোর কনফারেন্স কেমন হলো ?? কোন ঝামেলা হয়নিতো ??
এহহহ আর ঝামেলা ।। একেবারে ঝামেলার বস্তা বানিয়ে রাখছে ।।
--- কি হলো এতো বির বির করে কি বলছিস ।। কিছু হয়েছে ??
--- না আম্মু কোনা ঝামেলা হয়নি ।। কোন ঝামেলা ছাড়াই কনফারেন্স শেষ করেছি ।।
--- ওহহ আচ্ছা ঠিক আছে ।।
এরপর তামিমের খাওয়া দাওয়া শেষ হলে সে নিজের রুমে এসে পড়ে ।। এরপর মোবাইল হাতে নিয়ে ফেবুতে লগইন করে গত কালের কথা অনুযায়ী গ্রুপে কিছু নতুন মডারেটর এড করলো ।। এর কিছুক্ষণ পর মিম অনলাইনে আসতেই দেখতে পাই তামিম ও অনলাইনে আছে ।।
--- হাই ।। কি করছো ??
--- এইতো কিছু না এমনি বসে আছি ।। তুমি করছো ??
--- খাওয়া দাওয়া শেষ করে মাত্র অনলাইনে আসলাম ।। তুমি খেয়েছো ??
--- হুম খেয়েছি ।।
--- গুড বয় ।। তোমার কনফারেন্স কেমন হলো ??
--- হুম ভালোই ।।
--- শুনেছি তুমি নাকি মেয়েদের সাথে ইটিসপিটিস করেছো ।। কথা কি সত্যি ??
--- এটা একেবারে মিথ্যা কথা ।। ………………………..
To be continue ……………………
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ।।

This comment has been removed by the author.
ReplyDelete